১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৮
১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।


রবিবার, ১৭ সেপ্টেম্বর রাত ৮টার পর থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।


এর আগে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লি. এর মাধ্যমে ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।


এতে আরো বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজ পত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates ) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets)।
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
(গ) এডমিট কার্ড।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এনটিআরসিএ।


বিবার্তা/রাসেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com