শনিবার শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ২১:১৩
শনিবার শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করবেন। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।


পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হবে।


পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে-


আজীবন সম্মাননা: আবদুস সাদেক, ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।


ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম, ক্রীড়া ফেডারেশন: বাংলাদেশ আরচারি ফেডারেশন, পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com