
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার ৮ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা।
চেয়ারম্যান পদে ভোট না থাকায় নিরুত্তাপ। ভোটের প্রতি তেমন আগ্রহ নাই ভোটারদের। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৩ জন ও মহিলা ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে হান্নান আহমেদ হাসান (চশমা), আনিসুর রহমান লিখন (বাল্ব), সজিব ইসলাম জুয়েল (তালা), ভাইস চেয়ারম্যান (মহিলা) শামিমা হক রোজি (পদ্মফুল), খাদিজা খাতুন (ফুটবল), আঞ্জুমান (হাঁস)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় মোট ভোটার ৩১২,৫৭০ জন। পুরুষ ভোটার ১৫৭,৭১৯ জন, মহিলা ভোটার ১৫৪,৮৪৯ জন। মোট ১৩৩ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ সংখ্যা ৮১০ টি।
উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্ব স্ব কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। ১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
বিবার্তা/রাজু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]