
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টুঙ্গিপাড়া উপজেলার ভোট কাল।
৭ মে, মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। টুঙ্গিপাড়া উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় আটজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
টুঙ্গিপাড়া মোট ভোটার সংখ্যা ৯০১৩২ জন। পুরুষ ভোটার ৪৫৭৮৬ জন, মহিলা ভোটার ৪৪৩৪৬ জন।
বিবার্তা/শান্ত/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]