দুর্যোগে মানবিক কাজে কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রলীগ
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৭:৩৫
দুর্যোগে মানবিক কাজে কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রলীগ
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কালবৈশাখী ঝড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফেনীর আঞ্চলিক মহাসড়কগুলো। ফেনী-ছাগলনাইয়া সড়কের বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছার আগেই সড়কে হাজির হয় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রলীগ কর্মীরা।


জানা গেছে, সোমবার দুপুরে ও রাতে কালবৈশাখী ঝড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ফেনী-ছাগলনাইয়া সড়কসহ জেলার আঞ্চলিক মহাসড়কগুলো। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত হয়।


৭ মে, মঙ্গলবার সকালে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি শেখ আবিদের নেতৃত্বে প্রায় এক কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করে দেয় ছাত্রলীগ কর্মীরা।


দুর্যোগে ছাত্রলীগের এমন মানবিক কাজের প্রশংসা করেন চালক-যাত্রী, পথচারী ও কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি শেখ আবিদ বলেন, দেশ ও দেশের জনগণের প্রয়োজনে সবসময় ছাত্রলীগের কর্মীরা সব ত্যাগ শিকার করতে প্রস্তুত। বিদ্যুৎ সংযোগ ও যান চলাচল স্বাভাবিক করতে ছাত্রাবাস ও আশপাশে থাকা ছাত্রলীগ কর্মীরা সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে পড়ে থাকা গাছ-পালা সরিয়ে দিয়েছে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com