মাতুয়াইলের মরণ ফাঁদ অপরিকল্পিত ইউলুপ!
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:১৮
মাতুয়াইলের মরণ ফাঁদ অপরিকল্পিত ইউলুপ!
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের ইউলুপটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই এখানে ঘটছে সড়ক দুর্ঘটনা।


রাজধানীর যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডের দিকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পর অবস্থিত মাতুয়াইল ইউলুপ। সরেজমিনে দেখা যায়, চিটাগাং রোডের দিক থেকে আসা অনেক যানবাহন ইউলুপ পার হয়ে যাত্রাবাড়ীর দিক হতে আসা উচ্চ গতির যানবাহনের সামনে দিয়ে আড়াআড়ি প্রবেশ করছে সড়কটিতে। এর ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।


এলাকাবাসী বলছে, ইউলুপের ডিভাইডারে কোন ফ্লুরোসেন্ট মার্কিং না থাকায় এ জায়গাটি পরিণত হয়েছে মরণ ফাঁদে।


প্রতিদিন এই রাস্তায় যাতায়ত করা আব্বাস উদ্দিন বলেন, শাখা সড়কের এতো কাছে ইউলুপ নির্মাণ করায় ঝুঁকিতে রয়েছি আমরা। এবার অন্যভাবে পরিকল্পনা করা উচিত।


ট্রাফিক ওয়ারি বিভাগের সার্জেন্ট মাহমুদুল হাসান বলেন, ট্রাফিক আইন মেনে চলাটা এখন খুব জরুরি। এখানে ট্রাফিক মেনে না চললে দুর্ঘটনা ঘটবেই।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো: হাদিউজ্জামান বলেন, এই ইউলুপটি একটি ব্ল্যাক স্পটে পরিণত হয়েছে। এর নকশা ঠিক নেই। পরিকল্পিতভাবে না করায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। এ ধরণের ইউলুপ করতে হলে আলাদা লেন বের করে তারপর করতে হবে। এমনভাবেই নকশা করা উচিত যাতে কমবে যানজট, বাড়বে না দুর্ঘটনা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com