আগ্নেয়াস্ত্রসহ নতুন জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৪৯
আগ্নেয়াস্ত্রসহ নতুন জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।


সোমবার (২৪ জুলাই) ভোরে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।


তিনি জানান, মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে।


ইমরান খান জানান, সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


র‌্যাবের এই সহকারী পরিচালক জানান, এর আগে রবিবার (২৩ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় জঙ্গি সদস্যদের উপস্থিতির কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com