কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে : খাদ্যমন্ত্রী
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৬:৪৬
কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে : খাদ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


৭ জুন, বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বামইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি আছে, যারা এসি রুমে বসে দাম বাড়ল বলে জিকির তোলে। অথচ ধানের দাম দুই টাকা বাড়লে, চালের দাম স্বাভাবিক নিয়মেই ৩ টাকা বাড়ে।


তিনি আরও বলেন, লোডশেডিং সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। এখন ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে কৃষক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষকবান্ধব।


এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com