বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৮:৪৩
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি সৌজন্য সাক্ষাৎ করেছেন।


২৪ মে, বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ২৩ মে, মঙ্গলবার ‘কাতার ইকোনমিক ফোরাম-২০২৩’ এর বৈঠকের সাইড লাইনে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জ্বালানিখাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।


এছাড়াও মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। এ সময় দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে কাতার থেকে বিদ্যমান চুক্তির অতিরিক্ত বার্ষিক আরও এক থেকে দুই মিলিয়ন টন এলএনজি আমদানির বিষয়ে কাতার সরকারের মনোভাব ইতিবাচক।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com