শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের যৌথ অভিযান
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৭:৪২
শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের যৌথ অভিযান
প্রিন্ট অ-অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন । ১৬ মার্চ বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।


 


রোহিঙ্গাদের নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়ে র‌্যাব ডিজি র‌্যাব মহাপরিচালক বলেন, রোহিঙ্গাদের একটি বড় অংশ নানারকম অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবেলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।


 


১৯ বছরের পথচলায় র‌্যাবকে একটি সফল এলিট ফোর্স হিসেবে দাবি করে এম খুরশীদ হোসেন বলেন, ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না। কোনো ব্যক্তির দায় বাহিনী বহন করবে না।


 


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com