মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত করা যাবে না : রাষ্ট্রপতি হামিদ
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:৪৯
মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত করা যাবে না : রাষ্ট্রপতি হামিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সেবার মনোভাব নিয়ে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ১ মার্চ, বুধবার বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না ,মানুষকে সেবা দিতে হবে। তিনি বলেন মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।


রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন।


এদিকে গতরাতে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি। এ সময় তার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com