‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ১৪:৩৪
‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।


শনিবার (২১ জানুয়ারি) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত, সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের বিচারকদের জন্য ১০ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে তিনি এমন্তব্য করেন।


তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি জানাচ্ছে তা উচ্চ আদালত অনেক আগেই অবৈধ ঘোষণা করেছে। তাই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হলে যে সমস্ত দপ্তর দায়িত্ব পালন করে তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই।


এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে দুজন বিচারক অপসারণের বিষয়ে কড়া প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, কারো চাপের মুখে বিচারক অপসারণ করা হবে না। দেশের আইন ব্যবস্থা স্বাধীন। তাই বিচারক নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাই নেবে।


তিনি আরও বলেন বার ও বেঞ্চ একটি পরিবার। এখানে এ ধরনের ঘটনা ঘটে স্বাভাবিক। এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান আনিসুল হক।


এছাড়া রাষ্ট্রপতির তালিকায় আইন মন্ত্রীর নাম আছে কিনা এমন প্রশ্নের জবাবে, গুজবে কান না দেয়ার কথা বলেন আনিসুল হক।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com