
দেশে আরো ২৮৬টি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে মিরপুর ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবকরা আছে বলেই দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। দেশে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। আগামী জুনে ২৮৬টি স্টেশন চালুর পরিকল্পনা আছে।
তিনি আরো বলেন, দেশের ১৪ হাজার মানুষের জন্য একজন ফায়ারকর্মী আছে। আগের চেয়ে বাহিনীর সক্ষমতা কয়েকগুণ বেড়েছে।’ অনুষ্ঠানে ২৫ জন স্বেচ্ছাসেবককে উত্তরিও পরিয়ে সম্মাননা দেয়া হয়। এরআগে দিবস ঘিরে একটি র্যালি বের হয়।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]