শিরোনাম
“মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ বলে কিছু লোক মিথ্যাচার করছে”
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ১৯:৫৫
“মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ বলে কিছু লোক মিথ্যাচার করছে”
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’বলে কিছু লোক মিথ্যাচার করছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেছেন, ‘ডকুমেন্টস ও লিখিত বই পুস্তক না থাকার কারণে এই মিথ্যাচারের জবাব দিতে পারি না। বিশ্ববাসী জানতে পারে না ঘটনাটা কী?’


বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণা গ্রন্থ ‘নৌ যুদ্ধ একাত্তর’এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।


তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য কিছু সংখ্যক লোক মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে চেষ্টা করেছে। ইসলামপন্থী দেশগুলোর মগজ এমনভাবে ধোলাই করেছে, আমরা কিছুই করিনি, ভারত এসে পাকিস্তানকে হারিয়ে আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। এই মিথ্যাচারের লিখিত কোনো জবাব দিতে পারি না।’


তিনি আরো বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে একটি কর্মসূচি নিয়েছি বীরের কণ্ঠে বীর গাঁথা। জীবিত মুক্তিযোদ্ধার মৌখিক ভাষ্য আমরা ১৫ থেকে ২০ মিনিটে শুনতে চাই, সেটা আর্কাইভে রাখব। যতদিন এই পৃথিবী থাকে ততদিন যেন সংরক্ষিত হয়।’


মন্ত্রী বলেন, নৌ যুদ্ধের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অপারেশন ছিল ১৯৭১ এর ‘অপারেশন জ্যাকপট’। এতে আকাশবাণীর গানের সংকেতের মাধ্যমে বিভিন্ন বন্দরে একযোগে অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীর ২৬টি জলযান মাইনের আঘাতে ডুবিয়ে দেয় বাংলার নৌ-কমান্ডোরা। এর গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ চলচ্চিত্র নির্মাণ করা হবে।


‘নৌ যুদ্ধ একাত্তর’গ্রন্থের লেখক মো. শাহজাহান কবির (বীর প্রতীক) বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন এলাকায় নৌপথে নৌ-কমান্ডো বাহিনীর দুঃসাহসিক নৌ অপারেশনের বীরত্ব গাঁথা এবং একাত্তরের মধ্য অগাস্ট থেকে ডিসেম্বরের বিজয় পর্যন্ত অর্জন গ্রন্থটিতে বর্ণনা করা হয়েছে।’


গ্রন্থটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রন্থাগার ছাড়াও বিভিন্ন গ্রন্থাগারে সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে অনুরোধ জানান গ্রন্থটির লেখক শাহজাহান কবির।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকায় বইটি কেনা হবে বলে জানান মোজাম্মেল হক।


অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান হাবিবুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (বীর উত্তম), বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান কবিরসহ (বীর প্রতীক) অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com