শিরোনাম
প্রশ্নপত্র জালিয়াত চক্র: জনতা ব্যাংকের কর্মকর্তাসহ গ্রেফতার ৭
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ২১:৪২
প্রশ্নপত্র জালিয়াত চক্র: জনতা ব্যাংকের কর্মকর্তাসহ গ্রেফতার ৭
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি ব্যাংকে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানসহ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সাত জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জনতা ব্যাংকের সিনিয়র অফিসারসহ সাইফুরস কোচিংয়ের ইংরেজি বিষয়ের একজন শিক্ষকও রয়েছেন।


বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ তথ্য জানান।


প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা হলেন— জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. রকিবুল হাসান (২৫), সাইফুরসের ইংরেজি শিক্ষক রাশেদুজ্জামান সজীব (৩৬), হাছান মাহমুদ (২২), মানিক কুমার প্রামাণিক (৩৮), মো. শফিকুল ইসলাম (৩০),রিপন কুমার (২৬) ও নাফিউল ইসলাম তাহসিন (১৮)।


অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি করা চক্রের সদস্যরা তিনটি ধাপে কাজ করতো। প্রথমে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের খুঁজে বের করে। দ্বিতীয়ত, পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের জন্য ভালো মানের ছাত্রদের খুঁজতো। আর তৃতীয়ত, যে কেন্দ্রে পরীক্ষার্থী থাকবে, সে কেন্দ্রকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখতো।’


সিআইডির হেফাজতে গ্রেফতার তিন প্রতারক সম্পর্কে তিনি বলেন, ‘তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির নিয়োগ পরীক্ষার অনেক আগে থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতো। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতো। পরীক্ষা চলাকালে তারা পরীক্ষার প্রশ্ন ডিজিটাল ডিভাইসের সহায়তায় কেন্দ্রের বাইরে বের করে নিয়ে আসতো। পরে সেই প্রশ্নপত্র দ্রুত সময়ের মধ্যে সমাধান করে আবারো পরীক্ষার্থীদের কাছে পাঠাতো।’


সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, ‘২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ইউনিটটের ভর্তি পরীক্ষা চলাকালে নাফিউল ইসলাম তাহসিনকে মোবাইলসহ গ্রেফতার করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে তেজগাঁ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। তথ্য পর্যালোচনা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাসান মাহমুদ ও সাইফুরসের ইংরেজি শিক্ষক রাশেদুজ্জামান সজীবকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। সর্বোপরি রকিবুল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে মানিক কুমার প্রমাণিক, শাফিকুল ইসলাম ও রিপন কুমারকে বুধবার গ্রেফতার করা হয়।’


রকিবুল হাসান সম্পর্কে অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, ‘ভর্তি ও সরকারি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে কোটি কোটি টাকা উপার্জন করে বিলাসী জীবন যাপন করছেন এই ব্যাংক কর্মকর্তা। নামে-বেনামে তার আছে অবৈধ সম্পদ।’


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com