
বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ডাক অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) সুধাংশু শেখর ভদ্র ও পরিদর্শক রাবেয়া খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞার অনুরোধ করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুদকের অনুসন্ধান টিম প্রধান উপপরিচালক মো. সালাহউদ্দিন সই করা এই চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা যেন ছেড়ে অন্য কোথায় যেতে না পারে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রকে গত ১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]