
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রবিবার এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বীর মুক্তিযোদ্ধা এম আবদুল হান্নান খান অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্ত তদারকের দায়িত্ব পালনের পাশাপাশি জেল হত্যা মামলা ও বুদ্ধিজীবী হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তিনি আজীবনই বজ্রকঠিন দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবার্তা/বিপ্লব/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]