শিরোনাম
এবার আয়কর দিবসের র‌্যালি হচ্ছে না
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১২:২১
এবার আয়কর দিবসের র‌্যালি হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর আয়কর দিবসের র‌্যালি ও আলোচনা সভা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


রবিবার (২৯ নভেম্বর) সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান ও ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


এনবিআর চেয়ারম্যান বলেন, করোনার কারণে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে আলোচনা সভা হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে। স্বল্প পরিসরে কিছু ট্যাক্স কার্ডও দেয়া হবে।


এদিকে আয়কর রিটার্ন কীভাবে আরও সহজ করা যায় তা নিয়ে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।


‘স্বচ্ছ ও আধুনিক করসেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর আয়কর দিবস পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com