শিরোনাম
সাবেক ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ২২:৫০
সাবেক ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক ফুটবল তারকা ও ক্রীড়া সংগঠক বাদল রায়। তার বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে।


২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ হয়ে ছিল। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সিঙ্গাপুরে বেশ কিছু দিন তার চিকিৎসা হয়। সুস্থ হয়ে ফিরেও আসেন। এবার পেটে ব্যথাসহ নানা উপসর্গে কিছু দিন ধরে আজগর আলী ও স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।


বাদল রায় ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে কৃতিত্বের সঙ্গে খেলেছেন। জাতীয় দলেও ছিল সমান আধিপত্য। ছিলেন অধিনায়কও। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হিসবে সুনাম কুড়িয়েছেন। প্রিয় ক্লাব মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন আমৃত্যু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম-সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com