শিরোনাম
করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৬০
প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৫:৫৮
করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৬০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে।


রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এসময়ে ১১৭টি ল্যাব‌রেট‌রি‌তে ১২ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ ১৩ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৯ হাজার ৭২টি।


এসময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬০ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জনে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com