শিরোনাম
ভুটানে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির কাজ চলছে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ২০:৫৩
ভুটানে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির কাজ চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভুটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ চলছে এবং তা শিগগিরই বাস্তবায়িত হতে পারে।


সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।


এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়। সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।


ভুটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়।


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com