শিরোনাম
শিশু হত্যা ও পাশবিকতা রোধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৮:৪২
শিশু হত্যা ও পাশবিকতা রোধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী অব্যাহত শিশু হত্যা, নির্যাতনসহ নির্মম পাশবিকতা রোধে দোষীদের দ্রুত বিচার ও রায় কার্যকর করার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।


শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংগঠকরা।


দেশব্যাপী অব্যাহত শিশু হত্যা, নির্যাতন সহ নির্মম পাশবিকতার বিরুদ্ধে ঢাকাসহ জেলায়-জেলায় প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। এ দিন খেলাঘরের শাখা ও জেলা সংগঠন স্থানীয়ভাবে মানববন্ধন, মৌন মিছিল, অবস্থান সহ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করে।


কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কেউ এর দায় এড়াতে পারি না। অর্থাৎ আমাদের সকলের উচিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সুন্দর ও নিরাপদ শৈসব নিশ্চিত করা। শিশুদের বেড়ে ওঠার পরিবেশ যদি আতঙ্কের হয় তাহলে তাদের বিকাশও বাধাগ্রস্ত হবে। ভবিষ্যতে সুন্দর জাতি গঠনে বিরুপ প্রভাব ফেলবে। বিশ্বের সঙ্গে তাল মিলাতে না পেরে নতুন প্রজন্ম পিছিয়ে পড়বে।


দেশব্যাপী তীব্র প্রতিবাদ ও নতুন করে আইন সংশোধনের পরও একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাঘর নেতৃবৃন্দ বলেন, অনেক দেশ মৃত্যুদণ্ড বিরোধীতা করলেও এসব অপরাধ দমনে কঠোর আইনের বিকল্প নেই। পাশাপাশি শিশুদের ওপর জঘন্যতম অপরাধ দমনে সামাজিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় জেগে ওঠতে হবে অভিভাবকদের। তাহলে অপরাধীরা ভয় পাবে।


শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে খেলাঘর নেতৃবৃন্দ বলেন, আপনার শিশুকে কার কাছে দিচ্ছেন, বাবা মায়েদের সেদিকে নজর রাখা উচিত। তাছাড়া আপনার শিশু কোথায় যাচ্ছে, কোন পরিবেশে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে তা দেখভালের দায়িত্ব নিজেদের নিতে হবে।


মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শাখা আসর, ঢাকা মহানগর কমিটি, কেন্দ্রীয় সংগঠকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহিদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার, সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য নসরু কামাল খান, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আসমা আব্বাসি উর্মি, আশরাফ খোকন প্রমুখ।


আইন সালিশ কেন্দ্র (আসক) গত ৯ মাসে শিশু নির্যাতন ও হত্যার পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলছে, এ সময়কালে এক হাজার ৭৮ শিশু শারীরক নির্যাতনসহ নানা সহিংসতা ও হত্যার শিকার হয়েছে ৪৪৫ শিশু। এছাড়া ৬২৭ শিশুর ওপর পাশবিক নির্যাতন হয়েছে।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com