শিরোনাম
১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১
১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৭ সেপ্টেম্বর, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ৭১'র চেতনা, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


৭১'র চেতনা, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, সাংবাদিক মানিক লাল ঘোষ, ৭১'র চেতনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জেবীন, সহ সভাপতি মাইনুল হাসান মৃধা, জিয়াউর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিকদার শাহেদুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল করিম নাহিদ, বাংলা কলেজের সভাপতি ফয়সাল হোসেন নোলক।


বক্তারা বলেন, বাঙালি জাতির জীবনে ৫২, ৬৬, ৬৯ এর মতোই ৬২ সালের শিক্ষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু ৬২'র শিক্ষা আন্দোলন নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা। সার্বজনিন শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং দিবসটির তাৎপর্য সকলের নিকট তুলে ধরতে ১৭ সেপ্টেম্বর কে জাতীয় শিক্ষা দিবস ঘোষণা করার দাবি জানান বক্তারা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com