শিরোনাম
৬ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১১:৪৩
৬ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে নদ-নদীর পানি কমতে শুরু করলেও ৬ নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


তবে বিভিন্ন জেলায় পানি কমতে শুরু করায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। ফসলের মাঠ থেকে পানি নেমে যাওয়ায় রোপা আমনসহ আবাদের প্রস্তুতি নিচ্ছে তারা।


অন্যদিকে দুই দফা বন্যার পানি কমার সাথে সাথে কয়েকটি এলাকায় তীব্র ভাঙ্গনে দিশেহারা নদী তীরের বাসিন্দারা। প্রতিদিনই বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। দীর্ঘদিন পানিবন্ধি থাকায় বেড়েছে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ব্যাধির প্রকোপ।


এছাড়া পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারেও সময় লাগছে বেশি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com