শিরোনাম
৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ০৮:২০
৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা সংক্রমণ বিদ্যমান থাকা, ভুয়া টেস্ট এবং করোনার সার্টিফিকেট কেলেঙ্কারির কারণে ৩ দেশে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশগুলো হলো- ইতালী, জাপান, কুয়েত।


ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে যাওয়ার জন্য সেনজেন ভিসা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ‘অনাগ্রহী’ দেশের তালিকাভুক্ত করা হয়েছে।


ইতালীর প্রধানমন্ত্রীর জারি করা এক আদেশে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না বলে জানিয়ে দেয়া হয়েছে।


এর আগে ইতালীর দেয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হবার কথা ছিলো। সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ ৩১ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি রেখেছে।


কুয়েত এ সপ্তাহেই বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। জাপানও এ সপ্তাহে বাংলাদেশসহ মাত্র ৪টি দেশের ওপর কঠিন-কঠোর ব্যবস্থা আরোপ করেছে।


ইউরোপীয় ইউনিয়ন সেনজেন ভিসা দেয়ার ক্ষেত্রে ৫৪টি দেশকে ‘ভিসা দিতে বাধা নেই’ বলে তালিকা করেছে- যেখানে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশকে রাখা হয়েছে ‘অনাগ্রহী’ দেশের তালিকায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com