
বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্র, ইতালি ও সুইজারল্যান্ডের তিন রাষ্ট্রদূতের মেয়াদ বাড়িয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ১ আগস্ট থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]