শিরোনাম
ঢাকাসহ ৪ মহানগরীতে পশুর হাট বসানোর সিদ্ধান্ত সরকারের
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৮:২৫
ঢাকাসহ ৪ মহানগরীতে পশুর হাট বসানোর সিদ্ধান্ত সরকারের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।


মন্ত্রী বলেন, হাট না বসাটা অবাস্তব। তবে মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু-কেনাবেচা করার জন্য। কিন্তু এরপরেও যেসব হাট খুলতেই হবে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হবে।


সরকারের এ সিদ্ধান্তে করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা টেকনিক্যাল কমিটির। ১১ জুলাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসানোর সুপারিশ করে করোনা মোকাবিলায় জাতীয় কারগরি পরামর্শক কমিটি। অন্যান্য স্থানে হাট বসানো হলেও শহরের মধ্যে হাট না বসানোর সুপারিশ করা হয় তাদের পক্ষ থেকে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com