শিরোনাম
ডা. হাবিবে মিল্লাত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৭:৩২
ডা. হাবিবে মিল্লাত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা ডা. মো. হাবিবে মিল্লাত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন চলছে। মূলত করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সমালোচনার মুখে পড়ায় এ গুঞ্জন জোরদার হয়েছে। তবে হাবিবে মিল্লাত ছাড়াও আরো দুই একটি নাম আলোচনায় রয়েছে।


জানা গেছে, ডা. হাবিবে মিল্লাত ইতিমধ্যে সিরাজগঞ্জের রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন। টিভি টকশোতেও তিনি পরিচিতমুখ। ডা. হাবিবে মিল্লাত ১৯৬৬ সালের ১৫ই জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সেখানেই উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও বেলজিয়ামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। দেশে ফিরে স্কয়ার ও বারডেম হাসপাতালে চিকিৎসাসেবা দেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com