শিরোনাম
‘সাংবাদিকদের তথ্য নিয়ে আলাদা ওয়েবসাইট প্রকাশ করবে সরকার’
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ০৮:৫৭
‘সাংবাদিকদের তথ্য নিয়ে আলাদা ওয়েবসাইট প্রকাশ করবে সরকার’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শীঘ্রই সাংবাদিকদের তালিকা সংবলিত একটি ওয়েবসাইট প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) কিশোরগঞ্জে সাংবাদিকদের এক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।


এর ফলে যে কেউ চাইলেই নিজেদের প্রেসম্যান হিসেবে পরিচয় দিতে পারবেন না। যারা প্রকৃত সাংবাদিক, তারাই টিকে থাকবেন। সাংবাদিক পরিচয়ে অপকর্ম করার সুযোগ থাকবে না।


মমতাজ উদ্দিন বলেন, ২০৩০ সালের মধ্যে সব সাংবাদিককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। মফস্বল সাংবাদিকসহ সব সাংবাদিকের জন্য আর্থিক তহবিল গঠন করা হবে, যাতে কোনো সাংবাদিক আহত হলে চিকিৎসার জন্য সহায়তা করা যায় অথবা মারা গেলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া যায়।


তিনি বলেন, সাংবাদিকতার সঠিক নীতিমালা না থাকায় অনেক হকার এখন সম্পাদক হয়ে বসে আছেন। যার হাতে মুঠোফোন আছে, তিনিই সাংবাদিক। যে যার মতো যত্রতত্র নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। গাড়িতে, মোটরসাইকেলে প্রেস লিখে অবাধে চলাফেরা করছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com