শিরোনাম
বন্যা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়
প্রকাশ : ৩০ জুন ২০২০, ২২:৫১
বন্যা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদেশে বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়।


মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, যে কেউ ০১৩১৮-২৩৪৫৬০ নম্বরের মাধ্যমে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।


সম্প্রতি নীলফামারী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, সুনামগঞ্জ, সিলেটসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, যাদুকাটা, সুরমা নদীতে পানির স্তর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত এসব নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


ইতোমধ্যে, রেডিও ও যোগাযোগের জন্য বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) উত্তরাঞ্চলে সাতটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে। ক্ষয়ক্ষতি কমাতে লোকদের সতর্ক করতে তারা বন্যার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com