শিরোনাম
বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৬:৪১
বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ কে (বুড়িগঙ্গা সেতু) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। একইসঙ্গে সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


সোমবার সকালে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেয়ার পর সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।


সবুজ উদ্দিন খান বলেন, বুড়িগঙ্গা সেতুর একটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পোস্তগোলায় এক্সপার্ট টিম বিশেষজ্ঞ দলসহ পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে সেতুটির ওপরে যানবাহন চলাচল সীমিত করে করে দেয়া হয়েছে। সকল ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com