শিরোনাম
‘লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে আরো ১৯ বাংলাদেশী জিম্মি’
প্রকাশ : ০৩ জুন ২০২০, ২২:৫৯
‘লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে আরো ১৯ বাংলাদেশী জিম্মি’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে আরো ১৯ বাংলাদেশি জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।


বুধবার (৩ জুন) গনমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রিপলী থেকে ১৩৫ কিমি. দূরে পাচারকারীদের হাতে ১৯ জন বাংলাদেশি আটক রয়েছে বলে জানতে পেরেছি। লিবিয়াতে বসবাসরত একজন বাংলাদেশি সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় দেশটির অন্যতম হোতা নিহত হয়েছে বলে লিবিয়ার সংবাদমাধ্যম থেকে জেনেছি। আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে জেনেছি লিবিয়ায় অন্য একটি মাজরাতে আরো ১৯ জন বাংলাদেশি আটক রয়েছেন। মুক্তিপণের জন্য তাদের ওপর নির্মম নির্যাতন চলছে। তবে তাদের পরিচয় এখনো আমরা জানতে পারিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com