শিরোনাম
বুধবার থেকে আরো ১১ জোড়া ট্রেন চালু
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৩:৪৯
বুধবার থেকে আরো ১১ জোড়া ট্রেন চালু
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফায় বুধবার (৩ জুন) থেকে আরো ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। রেলের পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী, ট্রেনগুলো চলাচল শুরু করেছে।


দ্বিতীয় দফায় যুক্ত হওয়া ট্রেনগুলো হচ্ছে, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা- চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস।


করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়ার দীর্ঘ দুই মাস ছয় দিন পর গত ৩১ মে থেকে প্রথম দফায় দেশে আট জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এ নিয়ে চলাচল শুরু করা ট্রেনের সংখ্যা দাঁড়াল মোট ১৯ জোড়া।


কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের যাত্রা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা করছি। এক্ষেত্রে যাত্রীদেরও সচেতন ও সহযোগিতা প্রয়োজন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com