শিরোনাম
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার
প্রকাশ : ০১ জুন ২০২০, ১৮:২৮
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেফতার করেছে র‌্যাব। প্রায় ৪শ’ লোককে তিনি অবৈধভাবে বিদেশে পাঠিয়েছেন।


সোমবার (১ জুন)র‌্যাব জানিয়েছে, কামাল হোসেন বাংলাদেশ থেকে অবৈধভাবে মানবপাচারকারীর মূল হোতা। এরসঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে র‌্যাব।


র‌্যাব আরো জানিয়েছে, মানবপাচারকারীরা শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশ নিয়ে যায়।বেশীর ভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে অবৈধ ভাবে ইতালিতে যাওয়ার প্রলোভন দেখানো হয়।এবং শ্রমিকদের বলা হয় ইতালি যাওয়ার আগে অর্ধেক টাকা আর পৌঁছার পর বাকি টাকা দেবে।


আমারা একাধিক দালাল পেয়েছি। এতে মাদারীপুর, শরিয়রতপুরসহ বিভিন্ন জেলার লোক রয়েছে। তারা প্রথমে শ্রমিকদের বাইরুটে ঢাকা থেকে কলকাতা নিয়ে যায়। এই হাজী কামালই সবার সঙ্গে যোগাযোগ করেন। এরপর এ চক্রটি শ্রমিকদের লিবিয়াতে নিয়ে যায়। লিবিয়াতে যাওয়ার পরই তারা টাকার জন্য চাপ দেয়া শুরু করে।


কামাল হোসেন গত ১০-১২ বছরে ৪শ’ লোক বিদেশ পাঠিয়েছেন। তার সঙ্গে যুক্ত আছেন ১৫-১৬ জন। আমরা পুরো সার্কিটের তথ্য পেয়েছি। তাদের বিরুদ্ধে এ অভিযান চলতে থাকবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com