শিরোনাম
বাংলাদেশকে ২ লাখ ৩১ হাজার ডলার অনুদান দিচ্ছে এডিবি
প্রকাশ : ৩০ মে ২০২০, ২২:৪৪
বাংলাদেশকে  ২ লাখ ৩১ হাজার ডলার অনুদান দিচ্ছে এডিবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় বাংলাদেশকে ২ লাখ ৩১ হাজার ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির অর্থায়নে পরিচালিত নয়টি সিটি কর্পোরেশন ও চারটি পৌরসভায় ১৩৪টি নগর স্বাস্থ্য কেন্দ্রে এই অর্থ ব্যয় হবে। এই অনুদান দিয়ে হাত ধোয়ার জায়গা ও তাপমাত্রা পরীক্ষা কেন্দ্র বসানো হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী নগর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কার্যক্রমে যুক্ত দুই হাজার ৭০০ জনের পিপিই কেনা হবে।


এর আগে ৭ মে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার এবং এর আগে ৩০ এপ্রিল ১০ কোটি ডলারের ঋণ দিয়েছে এডিবি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com