শিরোনাম
জাতীয় কবির জন্মদিনে গুগলের ডুডল
প্রকাশ : ২৫ মে ২০২০, ১২:০৮
জাতীয় কবির জন্মদিনে গুগলের ডুডল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী আজ সোমবার (১১ জ্যৈষ্ঠ)। বিদ্রোহী এ কবির ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।


গুগলের ডুডলটিতে ক্লিক করলে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নজরুলের ১২১তম জন্মজয়ন্তী আজ। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এ ডুডল প্রদর্শিত হচ্ছে।


কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন।


নজরুল তাঁর বিদ্রোহী চেতনার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। লেখনী ও রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা ছিলেন তিনি। কবিতা, গান ও উপন্যাসে পরাধীন ভারতে বিশেষ করে অবিভক্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।


স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। পরে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।


নজরুলজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।


তবে, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com