শিরোনাম
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৫৭৪ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
প্রকাশ : ২৩ মে ২০২০, ১৯:১৮
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৫৭৪ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

৪৮১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫৭৪ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


শনিবার (২৩ মে) পুলিশ সদরদফতর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন রয়েছেন। বাকিরা সবাই নায়েক ও কনস্টেবল।


শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত এক হাজার ২৯১ পুলিশ সদস্য। তবে আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্য বেশি। অবশ্য যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৭৮২ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, বাহিনীর সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com