শিরোনাম
সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের খবর গুজব
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ২১:৪৩
সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের খবর গুজব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন খবর গুজব ও বানোয়াট উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।


শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বাড়িভাড়া মওকুফ, ব্যাংক ঋণ ও বিদ্যুত বিল স্থগিত, সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী এবং সব অফিস এক মাসের জন্য বন্ধসহ বিভিন্ন গুজব ফেসবুকের মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। এসব সংবাদ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।


ইহসানুল করিম বলেন, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তারা অপরাধ করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় যেসকল পদক্ষেপ নেয়া হয়েছে প্রধানমন্ত্রী নিজে অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সে সম্পর্কে অবহিত করবেন।


বিবৃতিতে তিনি অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com