শিরোনাম
১০ এপ্রিল করোনার শনাক্তের কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১০:৫৬
১০ এপ্রিল করোনার শনাক্তের কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা শনাক্তের কিট উৎপাদনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে বিমান বন্ধ থাকায় কিট উৎপাদন ১ সপ্তাহ পিছিয়েছে। সবকিছু ঠিক থাকলে ১০ এপ্রিল সরকারের হাতে কিট তুলে দেবে প্রতিষ্ঠানটি।


বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


তিনি জানা, বর্তমানে লন্ডন থেকে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে আমাদের ১ সপ্তাহ বিলম্ব হলো। আমরা বসে নেই। এখন চীন থেকে আনার চেষ্টা চলছে।


তিনি আরো জানান, ৫ এপ্রিল বিমানে চীন থেকে ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে পাঠানো হবে। এপ্রিলের ৬ তারিখ সেটি ঢাকা এসে পৌঁছাবে। ওই দিন আমরা শূল উপকরণ হাতে পেলে ১০ এপ্রিল সরকারের হাতে কমপেক্ষে ১ হাজার কিট তুলে দিতে পারবো।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com