শিরোনাম
করোনা নিয়েন্ত্রণে ৬১ জেলায় কাজ করছে সেনাবাহিনী
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ২০:৫৯
করোনা নিয়েন্ত্রণে ৬১ জেলায় কাজ করছে সেনাবাহিনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ২৯০টি দল ৬১টি জেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


বৃহস্পতিবার (২৬ মার্চ) আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বর্তমানে বাংলাদেশের সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সমন্বয়ের পর ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সারাদেশে এই কার্যক্রমে সেনাবাহিনীর আড়াই হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছে।


আলাদা করে কোনো ক্যাম্প না করে স্থানীয় সেনানিবাসগুলো থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলাশহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে। পাশাপাশি তারা বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারান্টিনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে।


বিবার্তা/খলিল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com