শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরো পোনে ২ কোটি ডলার দেবে জাপান
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩
রোহিঙ্গাদের জন্য আরো পোনে ২ কোটি ডলার দেবে জাপান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আরো ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।


জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বলা হয়, এই অতিরিক্ত সাহায্যসহ রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে মোট প্রায় ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।


২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার ঢল নামার পর জাপান বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।


এই সহায়তার মধ্যে রয়েছে রোহিঙ্গা অস্থায়ী শিবিরের স্থান ব্যবস্থাপনা, কমিউনিটি ক্ষমতায়ন, আশ্রয়স্থল উন্নয়ন, শিশু সুরক্ষা, ওয়াশ সুবিধা, চিকিৎসা পরিষেবা ও প্রশিক্ষণ, পরিবেশগত পুনর্বাসন, জীবন দক্ষতা ও জীবিকার উন্নয়ন এবং পুষ্টি উন্নয়ন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com