শিরোনাম
পদ্মা সেতুতে বসছে ২৫তম স্প্যান
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯
পদ্মা সেতুতে বসছে ২৫তম স্প্যান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতুতে আরো একটি স্প্যান বসানো হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সেতুর জাজিরা প্রান্তে ২৫তম স্প্যানটি বসানো হবে।


সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যান আইডি ৫-ই। আর এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হবে।


পদ্মাসেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ুনন কবির জানিয়েছেন, শুক্সরবার সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নং পিলারের কাছে নিয়ে আসা হবে। এরপর স্প্যানটিকে পিলারে উপরে স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।


বিবার্ত/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com