শিরোনাম
বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:২০
বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে ২ ফেব্রুয়ারি। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়।


সংশোধিত সূচি অনুসারে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।


নির্ধারিত ৩০ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ পেছানোয় এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন পুনঃনির্ধারিত করতে হয়েছে।


নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে শনিবার জরুরি বৈঠকে বসে ভোটের তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com