শিরোনাম
‘ডিজিটাল বাংলাদেশ মেলা’র উদ্বোধন করলেন জয়
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৩:৪৩
‘ডিজিটাল বাংলাদেশ মেলা’র উদ্বোধন করলেন জয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। মেলার এবারের স্লোগান ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি)প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ উদ্বোধন করেন।


তিন দিনে বিভিন্ন বিষয়ে ১৩টি আলোচনা সভা হবে। এতে সরকারের মন্ত্রী ও দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।


উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।


উদ্বোধনী পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকার জন্য ১৪টি ক্যাটেগরিতে সম্মাননা দেয়া হবে।


এর আগে বুধবার (১৫ জানুয়ারি) বিআইসিসি উইন্ডি টাউন মিলনায়তনে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছর ২০২০-এ ডিজিটাল বাংলাদেশ মেলার এই আয়োজন অত্যন্ত সময়োচিত কর্মসূচি।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২৫ স্টল, ২৯ মিনি প্যাভিলিয়ন ও ২৮ প্যাভিলিয়ন থাকবে। মেলা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।


বিবার্তা/উজ্জল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com