শিরোনাম
ডিআরইউ সদস্য লেখক সম্মাননা ২০১৮
সদস্যদের কাছ থেকে ডিআরইউয়ের বই আহবান
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ১৮:২৯
সদস্যদের কাছ থেকে ডিআরইউয়ের বই আহবান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মধ্যে অনেকেই লেখালেখির সঙ্গে জড়িত। অনেক সদস্যের সৃজনশীল এবং মননশীল লেখা বই আকারে প্রকাশিত ও আলোচিত হয়েছে।


এই সৃজনশীল কাজে উৎসাহ বাড়াতে গত কয়েক বছর ধরে লেখক সদস্যদের সংবর্ধনা দিয়ে আসছে ডিআরইউ। তারই ধারাবাহিকতায় এ বছরও সদস্য লেখক সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি।


সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত সময়কালে সদস্যদের প্রকাশিত বই (উপন্যাস, ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণাকর্ম ও সাংবাদিকতা বিষয়ক) ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান জানানো হয়েছে।


আগ্রহী সদস্যদের আগামী ০৭ অক্টোবরের মধ্যে উল্লেখিত সময়কালে প্রকাশিত যে কোনো একটি বইয়ের ৩টি কপি ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com