
নিরাপদ সড়ক আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওই হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ডিআরইউ সদস্য, সারাবাংলা ডট নেটের বিশেষ প্রতিনিধি গোলাম সামদানী, মোহনা টিভির স্টাফ রিপোর্টার মাইনুল হোসেন পিন্নু ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদসহ সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় ডিআরইউ উদ্বিগ্ন।
নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রবিবার মিরপুরে কতিপয় যুবক গোলাম সামদানীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এর আগে শনিবার মোহনা টিভির স্টাফ রিপোর্টার মাইনুল হোসেন পিন্নু ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা ও ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা হামলার শিকার হন। তাদের অনেকের মোবাইল ফোন ও ক্যামেরা ভাংচুর করে দুর্বৃত্তরা।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ স্বাক্ষরিত ওই বিবৃতিতে, সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়।
বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net