শিরোনাম
সউদি আরবে বিদেশী সাংবাদিকদের ভিড়
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৮:০৪
সউদি আরবে বিদেশী সাংবাদিকদের ভিড়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের দাহরানে রবিবার শুরু হওয়া ২৯তম আরব শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহ করতে গেছেন ৬১৮ জন বিদেশী সাংবাদিক। আর সংবাদ সংগ্রহের সুবিধার্থে দু'টি মিডিয়া সেন্টার খুলেছে সউদি সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়।


মিডিয়া সেন্টার দু'টির একটি হলো আলখোবারের হোটেল মার্কারিতে এবং অপরটি দাহরানের কিং আব্দুলআজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার-এ। এতে ছয় শতাধিক সাংবাদিকের কাজ করার সুবিধা থাকছে। প্রথমটিতে কাজ করছে ২৫ জন তরুণ সউদি। তারা সাংবাদিকদের যে কোনো তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান পেতে সহায়তা দেবে।


একজন কর্মকর্তা জানান, মিডিয়া সেন্টার-দু'টিকে সর্বাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। এর মধ্যে আছে কম্পিউটার, কমপ্লিট ইন্টারনেট নেটওয়ার্ক, ফ্যাক্স মেশিন, ইন্টারন্যাশনাল ফোন লাইন এবং স্যাটেলাইট ব্যবহার করে লাইভ কভারেজের সুবিধাসম্পন্ন একাধিক স্টুডিও। সূত্র : আরব নিউজ


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com