শিরোনাম
নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৫:৪৩
নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামরাপারসন সুমনকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।


দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বৃহস্পতিবার দিনাজপুর টিভি ক্যামেরা র্জানালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) ব্যানারে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সুমন হাসানের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।


সাংবাদিকরা বলেন, এ ধরনের ঘটনা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেয়া হলে ভবিষ্যতে এসব পুলিশ সদস্য উৎসাহিত হবে।


এসময় বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম নবী দুলাল, ক্যামেরাপারসন শাহিন, আরমান, সাব্বির প্রমুখ।


বিবার্তা/শাহী/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com