শিরোনাম
‘বিদ্যুতে সাফল্য এসেছে শেখ হাসিনার হাত ধরেই’
প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ২০:৫০
‘বিদ্যুতে সাফল্য এসেছে শেখ হাসিনার হাত ধরেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্তমানে বিদ্যুৎ খাতে যে সাফল্য তা এসেছে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল শাখার মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।


মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এর তৃতীয়বারের মতো আয়োজিত ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


মোহাম্মদ হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে অভাবনীয় পরিবর্তন এসেছে। এর আগে বাংলাদেশ সময়-অসময়ে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হতো। প্রতিদিন ৮/৯ ঘণ্টাব্যাপী অন্ধাকারে ডুবে থাকতো বাংলাদেশের একেক অঞ্চল।


তিনি বলেন, ২০০৯ সালের আগে প্রতিদিন ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হতো মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মানে হলো স্বাধীনতার পর থেকে বিগত ৪০ বছরে আমরা উৎপাদন করতে পেরেছি ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।


বিদ্যুৎ বিভাগের এই কর্মবীর আরো বলেন, বিগত ৯ বছরে আমাদের বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাড়িয়েছে ১৬ হাজার মেগাওয়াটে। অর্থাৎ বিগত ৪০ বছরে যা হয়নি প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে তা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র ৯ বছরে।


কুইক রেন্টাল নিয়ে অনেক হইচই হয়েছে উল্লেখ করে এই প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপে অনেক সমালোচনার মুখেও আমরা আজ আলোর মুখ দেখতে পাচ্ছি।


বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলেপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর এক সমীক্ষার উদ্ধৃত দিয়ে তিনি বলেন এই কুইক রেন্টালের কারণেই বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে প্রতি কিলোওয়াট পার আওয়ারে ৪৭ মিলিয়ন টাকা থেকে ১০৭ মিলিয়ন টাকা উৎপাদন সক্ষমতা বেড়েছে। শুধুমাত্র কুইক রেন্টাল বিদ্যুতের কারণে সামষ্টিক অর্থনীতিতে ১ লাখ ২১ হাজার কোটি টাকা উৎপাদনশীলতা বেড়েছে। বিগত ৯ বছরে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তা জিডিপিতে ৫ শতাংশ প্রভাব বিস্তার করেছে বলেও জানান তিনি।



বিবার্তা২৪ডট নেট আয়োজিত তৃতীয় গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার্তা২৪ডটনেট-এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com