বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় স্টল বন্ধ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় স্টল বন্ধ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলায় প্রদর্শিত নারীস্বাস্থ্য সুরক্ষার ‘স্টে সেইফ’ নামে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করে দিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।


কিছু ইসলামিস্ট গ্রুপ ‘গোপন পণ্য’ আখ্যা দিয়ে স্যানিটারি ন্যাপকিন প্রকাশ্যে বিক্রি বা প্রদর্শনীতে আপত্তি জানায়। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি দুটি স্টল বন্ধ করে দিয়েছে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) বইমেলা থেকে পণ্যগুলো তুলে নেওয়া হয়। এর আগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সুপারিশ করা একটি চিঠিতে ‘স্টে সেইফ’ ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপকে স্টল বন্ধ অথবা অন্য কোনো পণ্য প্রতিস্থাপনের বিষয়ে বলা হয়।


ওই চিঠিতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষার পণ্য ব্র্যান্ড ‘স্টে সেইফ’ বইমেলা প্রাঙ্গণে দুটি স্টল পরিচালনা করে আসছে। প্রথম দিকে কোনো সমস্যা না থাকলেও ১১ ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ ন্যাপকিনকে গোপন পণ্য বলে আখ্যা দেয় এবং এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধের দাবি জানায়। এর পরদিন আরও অনেক মানুষ প্রায় একই দাবি নিয়ে হাজির হয়। পরে বাংলা একাডেমি, পুলিশ, আনসারসহ ইভেন্ট ম্যানেজমেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি ঠান্ডা করা হয়।


চিঠিতে আরও বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি স্টল দুটি খুলে দিলে কিছু গ্রুপ সরাসরি বাংলা একাডেমিতে অভিযোগ করে। এদেশে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মব হচ্ছে এসব বিভিন্ন ইস্যু কেন্দ্র করে। এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য উক্ত স্টল দুটি বন্ধ করা অত্যাবশ্যকীয়। আপনাদের ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় রেখে (প্রাণ-আরএফএল গ্রুপ) স্টল দুটি অন্য পণ্য (যেমন শিশুশিক্ষা সরঞ্জাম) দিয়ে প্রতিস্থাপনের অনুমতি দেওয়া যেতে পারে আলোচনাসাপেক্ষে।


এদিকে, অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য কোনো গ্রুপ বা গোষ্ঠীর বাধায় বইমেলা থেকে অপসারণের চাপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।


নারী অধিকার নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি ও জাতীয় নাগরিক কমিটির সদস্য তাসনীম আফরোজ ইমি।


তিনি বলেন, ‘আমি এ ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। বইমেলা এবং বাংলা একাডেমি বলতে তো আমরা ধরে নেবো এখানে শিক্ষিত মানুষেরা যাবে। পাশাপাশি এখানে শিক্ষার চর্চা বা সচেতনতার চর্চা হবে। সেখানে পিরিয়ডের মতো স্বাভাবিক একটা বিষয়কে বাজেভাবে উপস্থাপন করে যে ‘মব’ ক্রিয়েট করা হলো, এটি তো খুবই বাজে একটা দৃষ্টান্ত হলো। এটি নিয়ে আমি আসলেই প্রচণ্ড ক্ষুব্ধ।’


অমর একুশে গ্রন্থমেলার আয়োজক কমিটির সদস্য সচিব সরকার আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বইমেলার নীতিমালা অনুযায়ী শুধু বই বিক্রি করা হবে। এখানে অন্য কোনো স্টল থাকবে না ফুড জোন ছাড়া। এটি তো আর বাণিজ্যিক মেলা না, এটি বইমেলা। বইমেলায় শুধুই বই থাকবে, বই বিক্রি হবে। ওনারা (স্টে সেইফ) যেটা বলেছিলেন, স্বাস্থ্যের কথা বিবেচনা করে ওয়াশরুমের পাশে হাইজেনিক পণ্যগুলো (ন্যাপকিন) রাখা হবে। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তারা যখন স্টল বানিয়ে বিক্রি করা শুরু করলো, তখন আমরা বললাম বই ছাড়া অন্যকিছু বিক্রি করা যাবে না।’


এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘স্টে সেইফ’ স্যানিটারি প্যাডের ব্র্যান্ড বইমেলায় আসা নারীদের জরুরি প্রয়োজনে স্যানিটারি প্যাড দিয়ে সাহায্যের পরিকল্পনা করে। সে অনুসারে ‘স্টে সেইফ’ বাংলা একাডেমির তালিকাভুক্ত ‘ড্রিমার ডঙ্কি’র কাছ থেকে স্টল ভাড়া করে নারীদের স্যানিটারি সেবা দিচ্ছিল। গত ১৪ ফেব্রুয়ারি ড্রিমার ডঙ্কি বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা অফিসিয়াল এক চিঠিতে ‘স্টে সেইফ’ ব্র্যান্ড এবং এর পণ্য প্রদর্শন না করার জন্য অনুরোধ করে।’


তিনি বলেন, ‘চিঠি অনুযায়ী কিছু গ্রুপের লোকজন অভিযোগ করেন যে, পণ্যটি জনসমক্ষে প্রদর্শনযোগ্য নয় এবং এটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। আজ (১৬ ফেব্রুয়ারি) চিঠিটি হাতে পাওয়ার পর আমরা ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বইমেলায় আমাদের ব্র্যান্ডের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com